ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে বি ইউনিটে উপস্থিত ৯৬ শতাংশ শিক্ষার্থী 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
ইবিতে বি ইউনিটে উপস্থিত ৯৬ শতাংশ শিক্ষার্থী 

ইবি (কুষ্টিয়া): গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ' বি’ (মানবিক) ইউনিটে ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৯৫ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টার থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ।  

পরীক্ষা শেষে ইউনিট সমন্ময়কারী সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে ইবি কেন্দ্রে মোট ৫ হাজার ৯২০ জন শিক্ষার্থীর আসন বিন্যাস হয়। এদের মধ্যে ৫ হাজার ৬৮০ জন শিক্ষার্থী ভর্তি  পরীক্ষায় অংশ নেন। যেখানে উপস্থিত মোট শিক্ষার্থীর ৯৫ দশমিক ৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৪০ জন শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।