ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ববিতে ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
ববিতে ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ও বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে শুরু হওয়া এ বুথের কার্যক্রম আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর নিচতলায় অবস্থিত এ বুথে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

তবে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ও মোবাইল ফোন সঙ্গে আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।