ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রুয়েটের আবাসিক হল খুলছে বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
রুয়েটের আবাসিক হল খুলছে বৃহস্পতিবার

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সব আবাসিক হলগুলো স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে খুলে দেওয়া হচ্ছে।  

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় করে বৃহস্পতিবার থেকে এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল বলেন, শিক্ষার্থীরা করোনা সার্টিফিকেট/রেজিস্ট্রেশন কার্ড জমা দিয়ে সকাল ৮টা থেকে আবাসিক হলে প্রবেশ করতে পারবেন।
  
এর আগে, ৩ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৩তম (জরুরি) সভায় শিক্ষার্থীদের সকল আবাসিক হলগুলো স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad