ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভারপ্রাপ্ত হিসেবেও বছর পূর্ণ ডিনদের

সাজ্জাদুল কবির, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
ভারপ্রাপ্ত হিসেবেও  বছর পূর্ণ ডিনদের ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নির্বাচিত ডিনরা নির্ধারিত মেয়াদের পর ভারপ্রাপ্ত হিসেবেও এক বছর পূর্ণ করে ফেলেছেন। করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় একাডেমিক সেশন শেষ হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এদিকে বেশ কয়েক বছর ধরে নীল দল থেকে একই ব্যক্তিরা নির্বাচিত হলেও দলের মনোনয়ন সাপেক্ষে এবার নতুন মুখ আসতে পারে ডিন পদে।

ঢাবিতে মোট ১৩টি অনুষদ রয়েছে। এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ অনুষদে। বাকি তিন অনুষদ- শিক্ষা অনুষদ, চিকিৎসা অনুষদ এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদে সরকারের পক্ষ থেকে ডিন মনোনীত করা হয়।

ঢাবির আইন অনুযায়ী, ডিনরা দুটি একাডেমিক শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত হবেন। তবে ডিন নির্বাচনে ‘সেশনজট’ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বর্ষ শুরু হয় পহেলা জুলাই থেকে এবং শেষ হয় ৩০ শে জুন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, সর্বেশেষ ডিন নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ এপ্রিল। নিয়ম অনুযায়ী তাদের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৩০ জুন। এদিকে নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ায় অনুষ্ঠিতব্য ডিনদের মেয়াদও কমে আসবে পূর্বের রীতি অনুযায়ী। এর আগে ২০১৭ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ডিন নির্বাচনের শিক্ষাবর্ষ ছিল ২০১৬-১৭ ও ২০১৭-১৮।

আসন্ন ডিন নির্বাচনের প্রার্থী নিয়ে ঢাবির একাধিক জ্যেষ্ঠ শিক্ষকের সঙ্গে কথা হয় বাংলানিউজের। তারা জানান, কলা অনুষদের বর্তমান ডিন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এবার প্রার্থী হবেন না। এ অনুষদে সাবেক ভারপ্রাপ্ত প্রক্টর ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ এম আমজাদ, বর্তমান প্রক্টর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, একই বিভাগের অধ্যাপক ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ ড. আবদুল বাছির নীল দল থেকে প্রার্থী হতে চান।

সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম নীল দল থেকে আবরও মনোনয়ন চাইবেন। এ অনুষদে অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, সমাজবিজ্ঞানের ড. আকম জামাল উদ্দীনও দল থেকে মনোনয়ন চাইবেন।

বিজনেজ স্টাডিজ অনুষদে বর্তমান ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন নীল দল থেকে মনোনয়ন পেতে পারেন। এ অনুষদে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. আলী আক্কাস ও এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকরাম হোসেন মনোনয়ন চাইতে পারেন।

বিজ্ঞান অনুষদে নীল দলের বর্তমান আহ্বায়ক ও ডিন অধ্যাপক আব্দুস ছামাদ, গণিত বিভাগের চন্দ্রনাথ পোদ্দার, জীববিজ্ঞান অনুষদে বর্তমান ডিন ড. মিহির লাল সাহা, শিক্ষক সমিতির সহ-সভাপতি সাবিতা রিজওয়ানা রহমান, ফার্মেসি অনুষদে বর্তমান ডিন এসএম আবদুর রহমান, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের নাম আলোচনায় রয়েছে। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে বর্তমান ডিন কাউসার আহমেদ, চারুকলায় অধ্যাপক ড. নিসার হোসেন নীল দল থেকে মনোনয়ন চাইবেন বলে নীল দল সূত্র বাংলানিউজকে জানিয়েছেন।

ডিন নির্বাচন জানতে চাইলে নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস ছামাদ বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমরা কোন ধরনের সভা করিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের তফসিল ঘোষণা করলে আমরা সভা করে প্রার্থী চূড়ান্ত করব।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ও ভর্তি পরীক্ষার কারণে নির্বাচন দেওয়া সম্ভব হয়নি। শিগগিরই নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়:২১০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।