ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

শিক্ষা

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ১৩ শিক্ষার্থী

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ১৩ শিক্ষার্থী

রাবি: স্নাতক (সম্মান) শ্রেণিতে বিশেষ কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

পুরস্কারপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের লায়লাতুন নাহার, ইতিহাস বিভাগের আহমেদ সাগর হোসেন, ইংরেজি বিভাগের নূর আল নাফিস, বাংলা বিভাগের মোছা. আফরিন বানু, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আতকিয়া ফাহমিদা, আরবি বিভাগের মো. আবু বকর সিদ্দিক, ইসলামিক স্টাডিজ বিভাগের শহীদুল্লাহ, সঙ্গীত বিভাগের সমরেন্দ্র নাথ দাস, নাট্যকলা বিভাগের রাহাত ইসলাম হৃদয় ও তানভীন নাফিসা মীম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মো. ইকবাল হোসেন, সংস্কৃত বিভাগের অলিভা আক্তার ও উর্দু বিভাগের রাবেয়া আক্তার।  

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা সময়ানুবর্তিতা নিয়ে চলাফেরা করবে তারা অবশ্যই ভালো কিছু করবে। ভালো ফলাফল করেই কিন্তু তোমাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে না। এই অ্যাওয়ার্ড কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ। সফলতার এ যাত্রা এখানেই শেষ নয়। কর্মজীবনে তোমাদের এ কৃতিত্বের স্বাক্ষর রাখতে হবে।

কলা অনুষদের ডিন অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে ও আরবি বিভাগের সভাপতি অধ্যাপক মো. নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, ছাত্র-উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।