ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জালিয়াতি করে স্ত্রী ও ভাতিজাকে নিয়োগ দেন প্রধান শিক্ষক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
জালিয়াতি করে স্ত্রী ও ভাতিজাকে নিয়োগ দেন প্রধান শিক্ষক 

যশোর : যশোরের চৌগাছার মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুর ইসলাম জালিয়াতি করে নিজের স্ত্রীকে সহকারী শিক্ষক এবং ভাতিজাকে নৈশপ্রহরী পদে নিয়োগ দিয়েছেন।

 

রোববার (৩১ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব চৌগাছায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই স্কুল কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় তিনি অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ ও সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থার দাবি তোলা হয়েছে।  

এদিকে, ওই নিয়োগ বাতিলের দাবিতে স্কুলটির সামনে মানববন্ধন করে এলাকাবাসী।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমি ২০১৪ সাল থেকে ২০১৫ সালের ২৮ জুন পর্যন্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার মেয়াদে বিদ্যালয়ে কোনো সহকারী শিক্ষক নিয়োগ হয়নি। অথচ সেই সময়ে তিনজন শিক্ষক নিয়োগ দেখানো হয়েছে। অন্য এক শিক্ষককে ২০০৫ সালে নিয়োগ দেখানো হয়েছে। এই চার শিক্ষক নিয়োগে প্রধান শিক্ষক নুরুল ইসলাম অন্তত ৫০-৬০ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। সর্বশেষ চলতি বছরের সেপ্টেম্বর মাসে ওই প্রধান শিক্ষক ওপর মহলকে ম্যানেজ করে ওই চারজন শিক্ষকের এমপিভুক্ত করিয়েছেন।  

অবৈধভাবে নিয়োগ ও এমপিওভুক্ত হওয়া ওই চার সহকারী শিক্ষক হলেন-দেলোয়ার হোসেন, লিপিয়ারা খাতুন, আনন্দ কুমার বিশ্বাস ও মমতাজ খাতুন। এর মধ্যে ২০০৫ সালের পহেলা জানুয়ারি মমতাজ খাতুনকে সহকারী শিক্ষক (বাংলা) পদে নিয়োগ দেখানো হয়েছে। আর ২০১৫ সালের ৭ জুন তারিখে দেলোয়ার হোসেনকে সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান), লিপিয়ারা খাতুনকে সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) ও আনন্দ কুমার বিশ্বাসকে সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) পদে নিয়োগ দেখানো হয়েছে। অথচ তারা কোনো দিন বিদ্যালয়ে আসেননি। সেপ্টেম্বর-২০২১ মাসের এমপিও শিটে স্বাক্ষর করতে গিয়ে শিক্ষক কর্মচারীরা প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চেয়ে ধমক খেয়েছেন।

তিনি আরও বলেন, প্রধান শিক্ষক নুরুল ইসলামের অনিয়ম দুর্নীতি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। তার হয়রানির ভয়ে মুখ খুলতে সাহস পান না শিক্ষক-কর্মচারীরা। জালিয়াতির মাধ্যমে নিজের স্ত্রীকে সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান), ভাতিজাকে নৈশপ্রহরী পদে নিয়োগ দিয়েছেন। এখন ছেলেকে বিদ্যালয়ে নিয়োগের চেষ্টা করছেন। তিনি নিজে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল ১৯৯৭ সাল দেখানো হলেও অবকাঠামোগত কার্যক্রম শুরু হয় ২০০০ সালে। প্রতিষ্ঠাকাল থেকে তিনি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে তৎপর। যাকে নিজের লোক মনে করেন তাকে সভাপতি বানান। তার অনিয়ম দুর্নীতির বিষয়ে প্রতিবাদ করলে কৌশলে সভাপতি পদ থেকে সরিয়ে দেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকার হিসাব কাউকে দেন না। বিভিন্ন অনুদান, বরাদ্দ ও শিক্ষার্থীদের বেতন, সেশন চার্জ, পরীক্ষা ফি বাবদ উত্তোলিত টাকা নিজে পকেটস্থ করেন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ গড়েছেন। তিনি নিয়োগ বাণিজ্য করার জন্য বিদ্যালয়ে বৈধভাবে নিয়োগ পাওয়া একাধিক শিক্ষককে কৌশলে বিতাড়িত করেছেন। চাকরির নামে একাধিক প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। তাদের চাকরি দেননি, টাকাও ফেরত দেননি।

এদিকে, স্কুলটির সামনে নিয়োগ বাণিজ্য ও নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তরা বলেন, দুর্নীতির কারণে পুলিশের চাকরি থেকে বরখস্ত হন প্রধান শিক্ষক নুর ইসলাম। এরপর তিনি প্রধান শিক্ষকের চাকরিতে যোগদান করেন। তিনি জালিয়াতির মাধ্যমে নিজের স্ত্রীকে সহকারী শিক্ষক, ভাতিজাকে নৈশপ্রহরী পদে নিয়োগ দিয়েছেন। অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা।  

শিক্ষক নিয়োগের বিষয়ে জানতে মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, শিক্ষক নিয়োগের ব্যাপারে আমরা কিছুই জানি না। যাদের চাকরির কথা বলা হচ্ছে তারা কোনোদিন স্কুলে আসেনি ছাত্র-ছাত্রীদের ক্লাসও নেননি।

এ বিষয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই চার জন শিক্ষকের বিভিন্ন সময়ে নিয়োগের কথা নিশ্চিত করে বলেন, আমি নির্বাচনে ব্যস্ত আছি। ১১ নভেম্বরের পরে কথা বলবো।  

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
ইউজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।