ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চবিতে বই দিল জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
চবিতে বই দিল জাপান

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বই উপহার দিয়েছে জাপান। রিড জাপান প্রকল্পের আওতায় এই বই উপহার দেওয়া হয়।



রোববার (৭ নভেম্বর) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তার, উপ-উপাচার্য ড. বেনু কুমার দে প্রমুখ।
নিপ্পন ফাউন্ডেশন ও জাপান সায়েন্স সোসাইটির সহায়তায় রিড জাপান প্রকল্প পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।