ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এপিএ মূল্যায়নে প্রথম মাউশি কুমিল্লা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
এপিএ মূল্যায়নে প্রথম মাউশি কুমিল্লা

কুমিল্লা: ২০২০ -২০২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নয়টি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে কুমিল্লা আঞ্চলিক কার্যালয় প্রথম স্থান অর্জন করেছে।  

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত একটি স্মারকে এ তথ্য জানানো হয়।

 

জানা যায়, এপিএ মূল্যায়নে মাউশি কুমিল্লা ১০০ নম্বরের মধ্যে ৬৯ দশমিক ৫০ নম্বর পায়। বরিশাল ও সিলেট পায় যথাক্রমে ৬৮ দশমিক ৭০ ও ৫৪ নম্বর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লার পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী জানান, মাউশি থেকে আমাদের প্রতি কিছু নির্দেশনা ছিল। যথাসময়ে তা আমরা পূরণের চেষ্টা করেছি। শিক্ষার গুণগত মানোন্নয়নে সেবার পরিসর বাড়িছি, মনিটরিং জোরদার করেছি। এ কারণে আমরা প্রথম হতে পেরেছি। এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।