ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষা: ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
ইবির ভর্তি পরীক্ষা: ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়: গুচ্ছ ব্যতিরেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষ সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে ইউনিট সমন্বয়কারী সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www. iu.ac.bd) ফলাফল দেখা যাবে।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে মোট ১হাজার ১৪০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে মোট ৬৪০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৪০ জনকে মেধাতালিকায় রাখা হয়েছে। এছাড়া ২৪০ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর গুচ্ছ ব্যতিরেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩টি বিভাগে মোট ২৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেন।

বাংলাদেশ সময়:  ২০১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।