ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির সাবেক উপাচার্য অধ্যাপক কায়েস উদ্দীন মারা গেছেন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
ইবির সাবেক উপাচার্য অধ্যাপক কায়েস উদ্দীন মারা গেছেন মুহাম্মদ কায়েস উদ্দীন

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. প্রফেসর মুহাম্মদ কায়েস উদ্দীন মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহির রাজিউন)।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজশাহীতে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে অধ্যাপক কায়েস উদ্দীনের মৃত্যু হয়েছে। গত এক বছর আগে তিনি স্মৃতি শক্তি হারিয়ে ফেলেন। এরপর থেকে তিনি বিছানায় শয্যাশায়ী ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে রাবিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাবির গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

জানা গেছে, রাষ্ট্রপ্রতির নিয়োগাদেশে অধ্যাপক কায়েস উদ্দীন ১৯৯৭ সালের ০৩ সেপ্টেম্বর ইবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি ২০০০ সালের ১৯ অক্টোবর পর্যন্ত তিন বছর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্যের দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।