ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
জাবির ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) ফল প্রকাশ করা হয়।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (জি ইউনিট) পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম বলেন, পরীক্ষায় মোট পাঁচ হাজার ৪২৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেছেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৩০০ পরীক্ষার্থী। সে হিসেবে পাশের হার ২৩.৯৫ শতাংশ। সর্বোচ্চ ৭৮.৬৭ নম্বর পেয়ে একটা ছেলে প্রথম হয়েছে।

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (এইচ ইউনিট) সাবেক পরিচালক অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার বলেন, পরীক্ষায় মোট ২৩ হাজার ৫৩ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৯৮১ জন পরীক্ষার্থী। পাশের হার ২১.৬০ শতাংশ। প্রথম হওয়া পরীক্ষার্থী পেয়েছেন মোট ৮০.৫৩ নম্বর।

প্রসঙ্গত, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (জি ইউনিট) মোট আসন রয়েছে ৫০টি। আর ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (এইচ ইউনিট) আসন রয়েছে ৫৬টি।

জাবিতে প্রথম দফায় সাধারণত আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্রাউজ করে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।