ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তি

ফের পঞ্চম শিফট থেকে মেধাতালিকায় সর্বাধিক শিক্ষার্থী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
ফের পঞ্চম শিফট থেকে মেধাতালিকায় সর্বাধিক শিক্ষার্থী ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদের) ভর্তি পরীক্ষার মেধাতালিকায় স্থান পাওয়া ৩২৬ জনের মধ্যে ২১৭ জনই পঞ্চম শিফটের পরীক্ষার্থী। যা মোট আসনের ৬৭ শতাংশ।

এর আগে ‘ডি’ ইউনিটের ফলাফল বিশ্লেষণেও একই চিত্র উঠে আসে। সেখানেও ৩২০টি আসনের মধ্যে পঞ্চম শিফটের পরীক্ষা থেকেই ১০৪ জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পান।

শিফট পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক পরীক্ষার্থী। তাদের দাবি, শিফট ভিত্তিক আলাদা ফলাফল না দেওয়ায় এ বৈষম্য তৈরি হচ্ছে।

সোমবার (১৫ নভেম্বর) প্রকাশিত ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সর্বমোট ৫টি শিফটে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৩২৬টি আসনের মধ্যে ৫ম শিফটে মেধা তালিকায় স্থান পেয়েছে সর্বোচ্চ ২১৭ জন, যা মোট আসনের ৬৭ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় শিফটে সর্বনিম্ন মেধা তালিকায় স্থান পেয়েছে মাত্র ১২ জন, যা মোট আসনের ৪ শতাংশ।

এছাড়া প্রথম শিফটে ৩৩ জন, তৃতীয় শিফটে ৩৫ জন ও চতুর্থ শিফটে ২৯ জন। এর মধ্যে, ছেলে ও মেয়েদের মেধা তালিকায় শুধুমাত্র ৫ম শিফটে শীর্ষ ১০ জনের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্যে করা গেছে। সেখানে প্রথম দশজনের মধ্যে মেয়েদের তালিকায় ৯ জন এবং ছেলেদের তালিকায়ও ৯ জন রয়েছে।    

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বৃষ্টি বলেন, একাধিক শিফট থাকায় প্রশ্নপত্রের মান একই রাখা সম্ভব নয়। আর প্রশ্নপত্র ভিন্ন হওয়ায় কারও কাছে তুলনামূলক সহজ, আবার কারও কাছে তুলনামূলক কঠিন। এতে প্রকৃত মেধাবীদের ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পঞ্চম শিফটে পরীক্ষা দেওয়ায় এমন বৈষম্য হতে পারে। আমরা নিজেরাও চাচ্ছি শিফট পদ্ধতি বাদ দিয়ে পরীক্ষা নিতে। তবে এ বছর করোনার কারণে সেটা সম্ভব হয়নি। এ ব্যাপারে আলোচনা করবো, কীভাবে এ সমস্যা থেকে উত্তরণ করা যায় সেটা আগামী বছর দেখব।

বিশিষ্ট শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আমরা অনেকবার বলেছি শিফট পদ্ধতি বাদ দিয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নিতে। এজন্য প্রয়োজনে দেশের বিভিন্ন শহরে পরীক্ষার আয়োজন করা যেতে পারে। তাতে বৈষম্য কমবে এবং শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তি কমবে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত আগামী বছর থেকে এক শিফটেই পরীক্ষা নেওয়ায় ব্যবস্থা করা।

এর আগে, ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ‘জি’ ইউনিট (আইবিএ) ও ‘এইচ’ ইউনিটের (আইআইটি) ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সর্বমোট ১০টি শিফটে অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০টি আনসনের মধ্যে ৫ম শিফটে মেধা তালিকায় স্থান পেয়েছে সর্বোচ্চ ১০৪ জন। অন্যদিকে ৩য় শিফটে সর্বনিম্ন মেধা তালিকায় স্থান পেয়েছে মাত্র ১ জন। এ ছাড়া প্রথম শিফটে ১০ জন, দ্বিতীয় শিফটে ৭ জন, চতুর্থ শিফটে ১৮, ষষ্ঠ শিফটে ২২, সপ্তম শিফটে ৫৩, অষ্টম শিফটে ২৯, নবম শিফটে ৪৯ ও দশম শিফটে ২৭ জন শিক্ষার্থী স্থান পেয়েছে।

অন্যদিকে দুইটি শিফটে অনুষ্ঠিত ‘জি’ ইউনিটের পরীক্ষায় ৫০টি আসনের মধ্যে প্রথম শিফটে মেধা তালিকায় স্থান পেয়েছে ১৫ জন এবং দ্বিতীয় শিফটে মেধা তালিকায় স্থান পেয়েছে ৩৫ জন। এছাড়া তিনটি শিফটে অনুষ্ঠিত ‘এইচ’ ইউনিটের পরীক্ষায় ৫৬টি আসনের মধ্যে প্রথম শিফটে ২০ জন, দ্বিতীয় শিফটে ২৩ জন ও তৃতীয় শিফটে ১৩ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘন্টা, নভেম্বর ১৫, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।