ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল ...

ইবি: করোনায় বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন ছুটি বাতিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা উপ-রেজিস্ট্রার এ টি এম এমদাদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ এর কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ১ বছর ৭ মাস বন্ধ ছিল। ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা হ্রাস পাওয়ায় সরকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর তারিখ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।

শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে হারিয়ে যাওয়া এই মূল্যবান সময়ের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি (২৮ ডিসেম্বর থেকে ০৫ জানুয়ারি পর্যন্ত) বাতিল করা হলো।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।