ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ভর্তির সময় বাড়লো, ক্লাস শুরু ২১ ডিসেম্বর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
রাবিতে ভর্তির সময়  বাড়লো, ক্লাস শুরু ২১ ডিসেম্বর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

এএইচএম আসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম রাবিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। সম্প্রতি বুয়েট ও ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছেন যারা রাবিতে ভর্তি হয়েছিল। এখন তারা নিয়মিত ভর্তি বাতিল করছেন।

তিনি বলেন, আমাদের অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। যার কারণে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ২১ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।