ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আগামী বছরের মাঝামাঝি হতে পারে এসএসসি-এইচএসসি পরীক্ষা 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
আগামী বছরের মাঝামাঝি হতে পারে এসএসসি-এইচএসসি পরীক্ষা  সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আগামী বছরের মাঝামাঝি ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন।

 

তিনি বলেন, এ বছর যেমন নভেম্বর-ডিসেম্বরে এ দুই পরীক্ষা নিতে হচ্ছে, যেভাবে করোনার সংক্রমণ মোকাবিলা করা সম্ভব হয়েছে, তাতে আগামী বছরের পরীক্ষা এত দেরিতে হবে না। তার আগেই নেওয়া যাবে। তবে বছরের প্রথম ভাগে হয়তো পরীক্ষা হবে না। বছরের মাঝামাঝিতে হতে পারে।  

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাতে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: পরিস্থিতি খারাপ হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, যারাই গুজব ছড়ানোর জন্য কিংবা প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিকতার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকবে, ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সে পরীক্ষার্থী হোক বা অন্য যে কেউ হোক।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।