ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ড্রাইভিং সিটেই জবির বাস চালকের মৃত্যু! 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
ড্রাইভিং সিটেই জবির বাস চালকের মৃত্যু!  নুরুল ইসলাম সোনাই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ড্রাইভিং সিটে বসা অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সিনিয়র ড্রাইভার মো. নুরুল ইসলাম সোনাই (৪৮) মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি মারা যান।

জানা যায়, নুরুল ইসলাম সকালে টিএসসি থেকে চা খেয়ে বাস নিয়ে মিরপুরে যান। বাসের ড্রাইভিং সিটে থাকা অবস্থায় তিনি স্টিয়ারিংয়ের ওপর শুয়ে পড়েন। সেখান থেকে মিরপুর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সকালেই তিনি বাস নিয়ে ক্যাম্পাস থেকে বের হন। এর কিছুক্ষণ পর আমাদের কাছে খবর আসে ড্রাইভার সোনাই আর নেই। আমরা দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাই। সেখান থেকে যাবতীয় কার্যক্রম শেষে ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে তাকে।

মরহুমের জানাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।