ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের নবীনবরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের নবীনবরণ

খুলনা: খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের স্প্রিং-২০২২ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় ভবন-২ এর মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. বজলার রহমান। সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নওশের আলী মোড়ল।

প্রধান অতিথি বলেন, সূচনালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখছে। পাশাপাশি বিজ্ঞান, তথ্য-প্রযুক্তিভিত্তিক বর্তমান যুগের প্রেক্ষাপটে ছাত্র-ছাত্রীরা প্রযুক্তি নির্ভর প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালন করে প্রতিযোগিতামূলক বিশ্বে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সহকারী প্রক্টর মো. আসাদুজ্জামান ও মো. শামীম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আল মামুন রানা, সিএসই বিভাগের বিভাগীয় মো. তাজুল ইসলাম, সিভিল ইঞ্চিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান শাহেদ রহমান সজীব, তড়িৎ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান আফরা নওয়ার।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন ভবন-২ এ ভারপ্রাপ্ত কাউন্সিলর মো. আলামিন শেখ।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।