ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে আক্রান্ত নেই, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
ঢাবিতে আক্রান্ত নেই, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ ঢাবিতে আক্রান্ত নেই, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে করোনার নতুন ভ্যারিয়ান্টে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বেশ কিছু শিক্ষার্থীর মধ্যে ঠাণ্ডাজনিত উপসর্গ দেখা দিয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হল ও মেডিক্যাল সেন্টারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় সেন্টারে শহীদুল্লাহ হল ও ফজলুল হক হলের তিন শিক্ষার্থী পজিটিভ হয়ে ভর্তি হলেও নেগেটিভ হয়ে ছাড়পত্র নিয়ে হলে চলে গেছেন।

শিক্ষার্থীদের সেশনজট বিবেচনায় নিয়ে এখনই বিশ্ববিদ্যালয় বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে না বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সুনির্দিষ্টভাবে আক্রান্তের খবর আমাদের কাছে নেই। আমি প্রভোস্টদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রাখবে। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।