ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাউশির নতুন মহাপরিচালক নেহাল আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
মাউশির নতুন মহাপরিচালক নেহাল আহমেদ নেহাল আহমেদ

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদকে নিয়োগ দিয়ে সোমবার (৩১ জানুয়ারি) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।  আদেশে বলা হয়েছে, ইহা একটি চলতি দায়িত্ব। চলতি দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না।

সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগের আগে তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন।

শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ এবং লোভনীয় পদ হলো মাউশির ডিজি। এই পদে নিয়োগের জন্য অনেকেই জোর লবিং করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এমআইএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।