ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খাবারের মান দেখতে হল ডাইনিংয়ে রাবি প্রো-ভিসি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
খাবারের মান দেখতে হল ডাইনিংয়ে রাবি প্রো-ভিসি

রাবি: নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের ডাইনিংয়ের খাবার পরিদর্শন করেছে প্রশাসন। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শেখ মুজিবুর রহমান ও শের-এ-বাংলা একে ফজলুল হক হল পরিদর্শনে যান উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

এসময় তার সঙ্গে প্রক্টর অধ্যাপক আসাবুল হকও উপস্থিত ছিলেন।

ডাইনিং পরিদর্শনের বিষয়ে অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, প্রায়ই অভিযোগ পাই হলগুলোর ডাইনিংয়ে দামের তুলনায় নিম্নমানের খাবার দেওয়া হয়। আমরা বাস্তব পরিস্থিতি দেখতে এসেছি। শিক্ষার্থী এবং কর্মচারীদের সঙ্গে আলোচনা করে খাবারের মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে হল প্রাধ্যক্ষদের নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, ছেলেদের ১১টি হলের মধ্যে শুধু দু-তিনটি হলের ডাইনিংয়ে ভিড় লক্ষ্য করা যায়। খাবারের মানে তারতম্যের কারণে এমন ঘটতে পারে। অতিদ্রুত হলগুলোর খাবার ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনা হবে। একই সঙ্গে প্রশাসন কর্তৃক হল পরিদর্শন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।