ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি পাস করেছে জগন্নাথপুরের দৃষ্টিহীন চয়ন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এইচএসসি পাস করেছে জগন্নাথপুরের দৃষ্টিহীন চয়ন  চয়ন তালুকদার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়েছে দৃষ্টিহীন চয়ন তালুকদার।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ৩ দশমিক ৯২ পেয়ে পাস করেছে চয়ন।

চয়নের পরিবারের জানায়, জন্ম থেকেই চয়ন দৃষ্টি প্রতিবন্ধী হলেও পড়াশোনায় অনেক মনোযোগী ছিল। ছোট বোন বৃষ্টি তালুকদারের কাছ থেকে পড়া শুনে শুনে মুখস্থ করে সে পড়া মুখস্থ করে শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিয়ে এবার এইচএসসি পাস করে।

চয়নের বাবা কৃষক নিতাই তালুকদার বলেন, অভাবের সংসার কষ্ট করে সংসার চালিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে দু’জনই এইচএসসি পাস করায় খুশি। কিন্তু আগামীতে কীভাবে আর পড়াবো ভেবে পাচ্ছি না।

চয়ন তালুকদার জানায়, ‘আমি অনার্স পড়তে চাই। জগন্নাথপুর উপজেলায় অনার্স পড়ার সুযোগ না থাকায় খুব দুশ্চিন্তায় আছি। আর্থিক অভাব-অনটনের সংসারে শহরে থেকে  অনার্স পড়া ভাবতে পারছি না’।  

জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম জানান, চয়ন তালুকদারের পড়ালেখার আগ্রহ দেখে আমরা তাকে শ্রুতি লেখকের ব্যবস্থা করে দেই। সে পাস করায় খুব ভালো লাগছে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।