ঢাকা, শনিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ মে ২০২৪, ১৬ জিলকদ ১৪৪৫

শিক্ষা

বরিশালে শিক্ষক কর্মচারী ফেডা‌রেশনের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বরিশালে শিক্ষক কর্মচারী ফেডা‌রেশনের মানববন্ধন

বরিশাল: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব‌রিশা‌লে মানববন্ধন ক‌রে‌ছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডা‌রেশন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়া‌রি) বেলা সা‌ড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর জেলাপ্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান।

এতে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডা‌রেশন জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মামুনুর রশিদ, মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল ইসলাম।  

আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ মাসুদুর রহমান, অধ্যক্ষ ফকরুল ইসলামসহ বিভিন্ন জেলা-উপজেলা শাখার নেতারা।

বক্তারা ব‌লেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় ৯৮ ভাগ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষক কর্মচারীরা অনেক বৈষম্যের শিকার। বেসরকারি শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা পেয়ে থাকেন, যা আমাদের জন্য খুবই অপ্রতুল ও অসম্মানজনক। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনা কমিটির অযাচিত হস্তক্ষেপ ও নিপীড়ন শিক্ষার মানউন্নয়নে অন্যতম প্রতিবন্ধক।

বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, শিক্ষক বদলি, শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি বাতিলসহ নানা দাবি তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৫, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ