ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুধবার শুরু অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বুধবার শুরু অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা বুধবার থেকে শুরু হচ্ছে।

পরীক্ষার সূচি অনুযায়ী বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাদেশে ৩১১টি কেন্দ্রে ৮৫০টি কলেজে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেকোনো সমস্যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সবার সহযোগিতা প্রত্যাশা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।