ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

শিক্ষা

মানসম্মত পাঠদানের পাশাপাশি কর্মদক্ষতা বাড়াতে কাজ করছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১, ২০২২
মানসম্মত পাঠদানের পাশাপাশি কর্মদক্ষতা বাড়াতে কাজ করছে সরকার সংগৃহীত ছবি

নেত্রকোনা: বর্তমান সরকার শুধুমাত্র সার্টিফিকেট নয়, শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের পাশাপাশি কর্মদক্ষতা বাড়াতে কাজ করছে সরকার। তাই ভবিষ্যতেও বারবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১ মার্চ) সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে হেনা ইসলাম ডিগ্রি কলেজ পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

বক্তব্য শেষে কলেজটির বিভিন্ন শ্রেণিকক্ষ ও অবকাঠামো পরিদর্শন করেন তিনি। এসময় স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দীর্ঘদিন পর আয়োজিত নেত্রকোনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের দিনব্যাপী ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।