ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খসে পড়ছে স্কুলভবনের ভিম ও ছাদের পলেস্তরা, গাছতলায় পাঠদান

কাজী আব্দুল কুদ্দুস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
খসে পড়ছে স্কুলভবনের ভিম ও ছাদের পলেস্তরা, গাছতলায় পাঠদান

রাজবাড়ী: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি দাখিল মাদরাসার একতলা ভবনের পাকা ভিম ও ছাদের পলেস্তরা খসে পড়ায় জীবনের ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান চলছে।

জানা যায়, ১৯৯৫ সালে পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসার একতলা ভবনটি নির্মিত।

১৭ জন শিক্ষক কর্মচারী ও ৩ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কক্ষের অভাবে গাদাগাদি করেই পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গত কয়েক দিন ধরে ভবনের ভিমসহ ছাদের বিভিন্নস্থান থেকে পলেস্তরা খসে পড়ছে। এতে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী আপন আহম্মেদ অন্তর, ষষ্ঠ শ্রেণির মোয়াজ্জেম হোসেন সংগ্রাম, তন্বী খাতুন, অষ্টম শ্রেণির স্বাধীন হোসেন বাংলানিউজকে জানায়, কয়েক দিন ধরে মাদরাসা ভবনের বিভিন্ন কক্ষের পলেস্তরে খসে পড়ছে। আমরা ভয়ে ওই রুমে ক্লাস করতে পারছি না। গাছতলায় বেঞ্চ বসিয়ে ক্লাস করতে হচ্ছে। খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদে আমাদের কষ্ট হচ্ছে। পড়ার সময়ে গাছের পাতা ঝড়ছে, পাখি ময়লা করছে। দ্রুত আমাদের ক্লাস রুম সংকট নিরসনে পদক্ষেপ কামনা করছি।

পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসার শিক্ষক উত্তম কুমার গোস্বামী বাংলানিউজকে জানান, একতলা ভবনের ভিম থেকে ও বিভিন্ন স্থানের পলেস্তরা খসে পড়ছে। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে গাছ তলায় পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসার শিক্ষার্থীরা বরাবরই ভালো রেজাল্ট করে আসছে। রেজাল্ট ভালো হলেও মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। শিক্ষক-শিক্ষার্থীদের কষ্ট লাঘবে প্রশাসনের কাছে পদক্ষেপ গ্রহণে হস্তক্ষেপ কামনা করছি।

মাদরাসার সুপার মো. ফকরুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাদরাসার অফিস কক্ষের ভিম থেকে পলেস্তরে খসে পড়ে রড বেরিয়ে গেছে। ভাগ্যক্রমে সেখানে কেউ ছিল না। বিভিন্ন রুমে পলেস্তরা খসে পড়তে দেখে শিক্ষার্থীরা ভবনে ক্লাস করতে অনীহা প্রকাশ করে। এ কারণে শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে আপাতত গাছ তলায় বেঞ্চ বসিয়ে ক্লাস করানো হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি।

মাদরাসার সভাপতি মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, পাটকিয়াবাড়ী মাদরাসাটি পড়ালেখায় বরাবরই ভালো রেজাল্ট করলেও মাদরাসার কক্ষ সংকট, বেঞ্চ সংকট, শিক্ষক-শিক্ষার্থীদের চরম কষ্টের মধ্যে পাঠদান করতে হয়। অনেকদিন ধরেই একতলা ভবনটিতে রং চটাসহ সমস্যা দেখা দিয়েছে। গত দুই দিন ধরে ভিমসহ বিভিন্ন রুমের পলেস্তরা খসে খসে পড়ছে। এ কারণে বাধ্য হয়েই গাছতলায় ক্লাস নিতে হচ্ছে।  

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান বাংলানিউজকে জানান, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।