ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘প্রকৃত মানুষ হয়ে ওঠাই বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা’

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
‘প্রকৃত মানুষ হয়ে ওঠাই বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা’

ইবি: ‘শুধু সার্টিফিকেট অর্জন নয়, প্রকৃত মানুষ হয়ে উঠাই বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা’ উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ডেফিনেশন কিন্তু মাস্টার্স ডিগ্রি পাস করে আমি একটা কাগজের সার্টিফিকেট নিয়ে চলে গেলাম সেটা নয়। বিশ্ববিদ্যালয়ের ডেফিনেশন হচ্ছে তুমি ভালো মানুষ হয়ে বের হয়ে যেতে পারলে কি না।

সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

উপ-উপাচার্য বলেন, তুমি রেজাল্ট কতো করলা সেটা বিবেচ্য নয়। তুমি যদি কিছু না জানো তাহলে সার্টিফিকেট পেয়ে লাভ হবে না। বিশ্ববিদ্যালয়ের ডেফিনেশন হচ্ছে তুমি সর্বক্ষেত্রে মানুষ কি না। তোমার নলেজ কেমন, তোমার বিহেভ কেমন, তোমার এটিচিউড কেমন তোমার চর্চা কেমন? প্রত্যেকটা জিনিসই বিবেচ্য বিষয় হবে যে, তুমি একজন মানুষ কি না। সুতরাং বিশ্ববিদ্যালয় জীবনে তোমাদের প্রত্যেকের প্রধান দায়িত্ব হলে নিজেকে একজন মানুষ হিসেবে গড়ে তোলা।

বিভাগের সভাপতি অধ্যাপক ড শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, স্বাগত বক্তা হিসেবে বক্তব্য দেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড আনোয়ার হোসেন।  

এসময় সেখানে বিভাগের সিনিয়র অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. মহিব্বুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন, বিভাগের অন্যন্য শিক্ষকসহ ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা সিদ্দিকা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।