ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ঈদের ছুটি শুরু ১৮ এপ্রিল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
শাবিপ্রবিতে ঈদের ছুটি শুরু ১৮ এপ্রিল

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পবিত্র শব-ই কদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে ২৩ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) থেকে এ ছুটি শুরু হবে।

চলবে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ও ইস্টার সানডে উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সব অফিসিয়াল কার্যক্রম ও ক্লাস বন্ধ থাকবে। একইসঙ্গে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস .

 সোমবার (১৮ এপ্রিল) থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে।

এছাড়া বুধবার (২০ এপ্রিল) থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।