রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আমেরিকান দূতাবাসের আয়োজনে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ ও বিভিন্ন ধরনের স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন কার্যক্রমের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বলেন, আমেরিকার স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নের সুযোগ তৈরিতে এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের উচ্চশিক্ষাকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারলে উন্নত বাংলাদেশ বিনির্মাণ এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
শিক্ষক এবং শিক্ষার্থীদের পৃথক দুটি সেমিনারে ঢাকার মার্কিন দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার খাদিজা মাহমুদ, শিক্ষা ও অ্যাকাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার এবং এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজার ও আউটরিচ কো-অর্ডিনেটর এ. কিউ. এম মুশফিক হাসান যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা সুযোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বিনা খরচে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বলে জানান তারা। ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন বলেও জানানো হয় সেমিনারে।
উচ্চশিক্ষা খাতে সহযোগিতা ও সেমিনারে অংশগ্রহণের জন্য মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান বেরোবি বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী। উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার দুটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক উচ্চাকাঙ্ক্ষী তরুণ পেশাজীবীদের জন্য। এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য এবং সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং এনজিও-তে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্য-পর্যায়ের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এসআইএস