ইবি: অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক ২০২২ সালের বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ২০ জন শিক্ষক।
আন্তর্জাতিক খ্যাতনামা এ সংস্থাটি সম্প্রতি তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।
স্থানপ্রাপ্ত ইবি শিক্ষকরা হলেন- আতিকুর রহমান, রেজওয়ানুল ইসলাম, মোস্তফা কামাল, এম মিজানুর রহমান, অশোক কুমার চক্রবর্তী, জি এম আরিফুজ্জামান খান, আবু হেনা মোস্তফা জামাল, জালাল উদ্দীন, মিনহাজ উল হক, দিপক কুমার পাল, মনিরুজ্জান, কে এম এ সোবহান, হেলাল উদ্দীন, রুহুল আমিন ভূঁইয়, ইব্রাহিম আবদুল্লাহ, আহসানুল হক, এম মানজারুল হক, শিপন মিয়া, রকিবুল ইসলাম এবং বখতিয়ার হাসান।
অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স তৈরি করেছেন দুই অধ্যাপক মুরাত আলপার এবং সিহান ডজার। তাদের নামে এ সূচকের নাম রাখা হয়েছে। ওই দুই গবেষকের দাবি, এ তালিকায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী-গবেষক-অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ পাঁচ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-ইনডেক্স, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এসআই