ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যৌন হয়রানির অভিযোগ জানালে ব্যবস্থা নেবে ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ১, ২০২২
যৌন হয়রানির অভিযোগ জানালে ব্যবস্থা নেবে ইবি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, যৌন হয়রানির শিকার ছাত্রীরা অভিযোগ বক্সের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে প্রশাসন অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মুখ বুজে থাকলে চলবে না।

যৌন হয়রানি প্রতিরোধে ছাত্রীদেরই আত্মবিশ্বাস নিয়ে সাহস করে সামনে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (৩১ মে) রাতে ইবির শেখ হাসিনা হলে বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধে গঠিত অভিযোগ কমিটি আয়োজিত যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি এসব কথা বলেন। সভায় অভিযোগ কমিটির আহ্বায়ক আইন বিভাগের প্রফেসর ড. রেবা মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

কমিটির সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খানের সঞ্চালনায় শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, কমিটির সদস্য এবং মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম, কমিটির সদস্য ও প্রভাতী পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আবাসিক ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত রোববার খালেদা জিয়া হল এবং সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ০১, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।