দিনাজপুর: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন শুভসংঘের বন্ধুরা।
দিবসটি উপলক্ষে রোববার (৫ জুন) সকালে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অভিযান কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সালাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সাজেদুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ.কে.এম.আল আব্দুল্লাহ্ , উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো.জাহেদুর রহমান,সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, কালের কণ্ঠ শুভসংঘ এই উদ্যোগটি গ্রহণ করেছে। নিঃসন্দেহে খুবেই ভালো উদ্যোগ। তোমরা যে কর্মসূচি গ্রহণ করেছো। অন্য সামাজিক সংগঠনগুলো যেনো এই কর্মসূচিগুলো গ্রহণ করে অনুপ্রেণিত হয়। তাহলে কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। আস্তে আস্তে গোটা দেশে ছড়িয়ে পড়ে। একসময় দেশ দূষণমুক্ত থাকবে।
বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির কার্যক্রমে অংশ নেন কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন পারভেজ, যুগ্ম সম্পাদক আশিক বাবু,সাহিত্য সম্পাদক সওকত আকবর,দিনাজপুর সরকারি কলেজ শাখার কোষাধ্যক্ষ আপন মাহমুদ প্রচার সম্পাদক তাহসিন ওয়ারিদ,সাহিত্য সম্পাদক তন্ময় হোসাইন,কার্যকরী সদস্য সোহানুর ইসলাম সুমন, আসাদুর,আবু ইশমাম লাবিব,সন্ধীপ, শুভাজিৎ, রাজু, রুহুল, নাঈম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এএটি