ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ঢাকা: বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত এই সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি পর্যালোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

গৃহীত সিদ্ধান্তগুলো হলো- একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অনুমোদন, শিক্ষক-কর্মকর্তার নিয়োগ ও পদোন্নতি অনুমোদন, ৩য় কনভোকেশন সফলভাবে অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জ্ঞাপন।

সিন্ডিকেট সভার সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, ট্রেজারার এ.কে.এম. দেলোয়ার হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আশরাফ আলী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।