ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন 

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।  

শনিবার (১৩ আগস্ট) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী কেন্দ্র হিসেবে জবিকে পছন্দের তালিকায় রেখেছিল, তাদের এ বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর তিনটি স্কুল-কলেজে উপকেন্দ্র করে আসন বিন্যাস করা হয়েছে।

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে অংশ নেওয়ারে জন্য ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। এর মধ্যে ‘বি’ ইউনিটে জবি ক্যাম্পাসে অংশ নিয়েছে ১১ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। বাইরের তিনটি উপকেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৮৪২ জন পরীক্ষার্থী জবির তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষায় অংশ নেন।

সবচেয়ে বড় কেন্দ্র জবি কেন্দ্রে মোট ২১ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা যেন সহজেই নিজেদের আসন খুঁজে পান, সেজন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক বসানো হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, আমাদের নির্দেশনা দেওয়া ছিল, পরীক্ষার্থী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ প্রক্টরিয়াল বডি কাজ করেছে।

জবি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষা আয়োজন কমিটির সদস্যদের পাশাপাশি প্রক্টরিয়াল বডি সার্বক্ষণিক কাজ করছেন। এছাড়াও পরীক্ষার্থীদের আইটি সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর প্রবেশপত্র কিংবা কেউ ভর্তি পরীক্ষায় জালিয়াতির ব্যাপারে সন্দেহ হলে সঙ্গেসঙ্গে ‘কুইক রেসপন্স টিম’র মাধ্যমে তথ্য পাওয়া যাবে। এই টিমের দায়িত্বে রয়েছে 

বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের সহযোগী পরিচালক ড. মো. জুলফিকার মাহমুদ।

এদিকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মতো এদিন ও পরীক্ষার দিনে অন্য কেন্দ্রের অনেক পরীক্ষার্থী ভুলক্রমে জবিতে চলে আসেন। মানবিক বিবেচনায় তাদের পরীক্ষা নেন জবি প্রশাসন।

ভুল করে আসা প্রায় ৮০ পরীক্ষার্থীর পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষ ব্যবস্থাপনায় নেওয়া হয়।

জবির প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, ভুলক্রমে আসা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নেওয়াসহ সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।