শাবিপ্রবি, (সিলেট) : সারা দেশে শনিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে সাধারণ বিজ্ঞান ও টেকনোলজি ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রেও পরীক্ষা দিতে বসবেন ভর্তিচ্ছুরা।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গুচ্ছ ভর্তি পরীক্ষার শাবিপ্রবি কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। তিনি বাংলানিউজকে বলেন, গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে সিট প্ল্যানও তৈরি করা হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে।
এর আগে গত শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারা দেশব্যাপী গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার ফলাফল প্রকাশ হয় সোমবার (১৬ আগস্ট)। তার আগে গত ৩০ জুলাই গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে ফলাফল প্রকাশিত হয় ৪ আগস্ট।
বাংলাদেশ সময় : ০২১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমজে