ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবির হলে পচা খাবার বিক্রির অভিযোগ, খাবার ফেলে দিলেন শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
ঢাবির হলে পচা খাবার বিক্রির অভিযোগ, খাবার ফেলে দিলেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: পচা খাবার বিক্রির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার’দা সূর্যসেন হলের এক দোকানের খাবার ফেলে দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হলের কর্মচারী তছলিমের দোকানে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হলের এক ছাত্র রাতের খাবার পার্সেল করে রুমে নিয়ে যান। খেতে গিয়ে দেখেন খাবার পচা। মাংস থেকে গন্ধ আসছে। সেই শিক্ষার্থী খাবার নিয়ে এসে অভিযোগ করলে উপস্থিত সবাই খাবার পচার বিষয়টি নিশ্চিত হন। পরে তারা ক্ষুব্ধ হয়ে দোকান বন্ধ করে দেন। পচা খাবার ফেলে দেয়।

হলের শিক্ষার্থী ছানাউল্লাহ বলেন, হলের পচা খাবার খেয়ে খেয়ে ভেতরটা নষ্ট করে ফেলেছি। খাবার মান সম্মত হলে দাম,পরিমাণ নিয়ে কেউ অভিযোগ জানাত না।
কিন্তু চিত্র তার উল্টো। মান খারাপ, পরিমান কম, পচা। সে কারণে সবাই প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১,২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।