ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

আত্মহত্যা প্রতিরোধে ২ লাখ শিক্ষককে কাউন্সেলিং প্রশিক্ষণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
আত্মহত্যা প্রতিরোধে ২ লাখ শিক্ষককে কাউন্সেলিং প্রশিক্ষণ  শিক্ষামন্ত্রী দীপু মনি

ঢাকা: সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আত্মহত্যা রোধে সারাদেশে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ২ লাখ শিক্ষককে কাউন্সেলিং-এর প্রশিক্ষণ দিতে শুরু করেছে সরকার।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিউফট) প্রথম সমাবর্তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, সারা বিশ্বেই আত্মহত্যাপ্রবণতা বাড়ছে। এর নান কারন রয়েছে বলছেন মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞরা। সামাজিক যে চাপ আছে, সেখানে পড়াশুনোর চাপ এসে যোগ হয়েছে। এরপর মহামারি করোনার একটা ট্রমাও রয়েছে।

 তবে, আমরা যেটি চেষ্টা করছি, সারা দেশে মাধ্যমিক পর্যায়ে মোট দুই লাখ শিক্ষককে কাউন্সেলিং শেখানোর উদ্যোগ নিয়েছি৷ আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ২ জন শিক্ষক কাউন্সেলিং-এ প্রশিক্ষণপ্রাপ্ত হবেন।

যারা আমাদের শিক্ষার্থীদের মধ্যে যারা যেকোনো হতাশা, সংকটের মধ্যে যাচ্ছে, তাদের জন্য সঙ্গে-সঙ্গে কাজ শুরু করতে পারেন।

আমাদের অভিভাবকদেরও এ বিষয়ে আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, আমরা যেটা করি আমাদের সন্তানদের অতিরিক্ত চাপ প্রয়োগ করি। আমাদের সন্তানদের নিজস্ব একটা মেধা আছে, নিজস্ব সক্ষমতা আছে৷ আমদের চেষ্টা করতে হবে যাতে তার মেধা অনুযায়ী সহযোগিতা করতে পারি।

কিন্তু, আমি যদি তাকে সব সময় প্রথম, দ্বিতীয় হওয়ার প্রতিযোগিতায় নামিয়ে দিই, এতে অতিরিক্ত মানসিক চাপ পড়ে। তা থেকেই হতাশা, সংশয় তৈরি হয়।

কাজেই আমরা যদি সহযোগিতা করি তবে এরকম চাপ তৈরি হবে না।  

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সকল শিক্ষার্থীদের যথা সময়ে উপস্থিত থাকার লক্ষ্যে আমরা পরীক্ষার সময় পরিবর্তন করে দিয়েছি। যানজট, আবহাওয়া এসব মাথায় রেখে। সবার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২ 
এমকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।