ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

এসএসসি পরীক্ষা

সিলেট বোর্ডে প্রথমদিনে অনুপস্থিত ১১১৯ পরীক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
সিলেট বোর্ডে প্রথমদিনে অনুপস্থিত ১১১৯ পরীক্ষার্থী

সিলেট: দেশব্যাপী শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল টায় শুরু হয় পরীক্ষা।

তবে সিলেট বোর্ডের অধীনে ১৪৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিতি ছিলেন ১ হাজার ১১৯ জন পরীক্ষার্থী।  

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বাংলা প্রথমপত্রের পরীক্ষায় এক লাখ ১৩ হাজার ৩২৮ জনের মধ্যে এক লাখ ১২ হাজার ২০৯ জন পরীক্ষার্থী অংশ নেন। আর এক হাজার ১১৯ জন অনুপস্থিত ছিলেন। মোট অনুপস্থিতির হার  মাধ্যমিক ৯৯ শতাংশ।  

তিনি বলেন, সিলেট জেলায় ৫৯ কেন্দ্রে ২৪ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী থাকলেও উপস্থিত হন ২৪ হাজার ৪৫ জন। আর অনুপস্থিত থাকেন ৩৭৯ জন।

হবিগঞ্জে ৩১টি কেন্দ্রে ২৩ হাজার ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৭৮৪ জন অংশ নেন এবং অনুপস্থিত ছিলেন ২৩২ জন।

মৌলভীবাজারে ২৬টি ২৪ হাজার ৯৩৩ পরীক্ষার্থীর মধ্যে ২৪ হাজার ৭০১ জন উপস্থিত হন। আর অনুপস্থিত ছিলেন ২৩২ জন।

সুনামগঞ্জে ৩৩টি কেন্দ্রে ২২ হাজার ৯৫৫ পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৬৭৯ জন উপস্থিত হন এবং ২৭৬ জন অনুপস্থিত ছিলেন।  

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সিলেট বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী রয়েছেন। তন্মধ্যে ৪৯ হাজার ৫১৭ জন ছাত্র, ৬৬ হাজার ৯৭১ জন ছাত্রী। ছাত্রদের চেয়ে ছাত্রীসংখ্যা এবার ১৭ হাজার ৪৫৪ জন বেশি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৩০৩ জন, মানবিকে সর্বাধিক ৮৪ হাজার ২২৯ জন এবং ব্যবসা বিভাগ থেকে ৮ হাজার ৮৯৫ পরীক্ষার্থী রয়েছে।

তবে প্রথম দিনে বাংলায় ১ লাখ ১৩ হাজার ৩২৮ জন অংশ নেন।

এ প্রসঙ্গে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, অনেক শিক্ষার্থী আছেন, যারা কেবল ১টি বা ২টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবেন। যে কারণে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা হিসেবে মোট সংখ্যা থেকে কমে এসেছে।
  
বোর্ডের অধীনে ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪৯টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৬টি ভিজিল্যান্স টিমও মাঠে কাজ করেছে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।