ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিরোজপুরের বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক সাইফুদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
পিরোজপুরের বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক সাইফুদ্দিন

পিরোজপুর: পিরোজপুরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন।

রোববার (১৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশে উপ সচিব মোছা. রোখছানা বেগম এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
 
অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন বর্তমানে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে কর্মরত আছেন।  

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, উপাচার্য নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমি এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর নামে পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৯ সালের জুলাই মাসে একটি লিখিত আবেদন করি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী অনুমোদন দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শিক্ষা মন্ত্রণালয় ২০১৯ সালের ২৭ অক্টোবর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে চিঠি দেন। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ২০২০ সালের ২৩ মার্চ আইনের খসড়া পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে। ২০২০ সালের ১৬ জুলাই খসড়া আইনের ওপর মতামত দিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে চিঠি দেয়। ২০২০ সালের ২৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে আইনের খসড়া পরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর ওই খসড়া ২০২০ সালের ১৬ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

২০২১ সালের ৫ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে রাষ্ট্রপতির সুপারিশ নিয়ে সংসদে উত্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়। পরে আইন মন্ত্রণালয়ের ভোটিং হয় এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাক্ষর করে বিলটি সংসদে উত্থাপনের অনুমোদন দেন। ২০২১ সালের ১৮ নভেম্বর বিলটি উত্থাপিত হলে সংসদে স্থায়ী কমিটির কাছে পাঠানোর জন্য অনুমোদন দেওয়া হয়। বিলটি “আইন” আকারে পাসের জন্য চলতি বছরের ২৯ মার্চ (মঙ্গলবার) শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি সংসদে উত্থাপন করেন এবং তা পাস হয়।  

জানা গেছে, পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা এলাকার পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ মহাসড়কের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।