ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতিসংঘ বিজ্ঞান সামিটে যোগ দেবে বিএসএমএমইউ বিশেষজ্ঞ প্যানেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
জাতিসংঘ বিজ্ঞান সামিটে যোগ দেবে বিএসএমএমইউ বিশেষজ্ঞ প্যানেল

ঢাকা: জাতিসংঘের ‘বিজ্ঞান বিষয়ক সামিটে’ যোগ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ প্যানেল।

১৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলমান সামিটে বিএসএমএমইউ বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা আগামী ২৭ সেপ্টেম্বর নির্ধারিত আলোচনা সভায় অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হয়ে আলোচনা সভাটি শেষ হবে বিকাল ৫টা ৩০ মিনিটে।

৭৭তম জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে জাতিসংঘ ‘বিজ্ঞান বিষয়ক সামিট’-এ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভায় আরও অংশ নিবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান ও এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।
‘বায়ো ব্যাংকিং ইন লো মিডল ইনকাম কান্ট্রিস: বাংলাদেশ- এ কেস স্টাডি ফর পাবলিক হেলথ ইমপারাটিভ’ শীর্ষক এ বৈজ্ঞানিক সেমিনারে আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত বিভিন্ন বিশেষজ্ঞ অংশ নেবেন।

১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
আরকেআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।