ঢাকা বিশ্ববিদ্যালয়: রাজধানীর পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জন্য বরাদ্দকৃত জমি থেকে ১০ একর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশের প্রতিবাদ জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি।
শুক্রবার (২৮ অক্টোবর) সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে ঢাবি শিক্ষক সমিতি এই তৎপরতা বন্ধের জোর দাবি জানাচ্ছে উল্লেখ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্নে বর্তমান ক্যাম্পাসে প্রায় ৬০০ একর জমি ছিল। কালক্রমে তা সংকুচিত হয়ে বর্তমানে ২৫০ একরে এসে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষকে সামনে রেখে যখন যুগের চাহিদা অনুযায়ী জ্ঞানভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে গবেষণা ও উদ্ভাবন উপযোগী পূর্বাচলে একটি ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে, তখন সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এই প্রস্তাব অনভিপ্রেত।
এছাড়ও বিবৃতিতে সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধির স্বার্থে উক্ত জমিতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৮,২০২২
এসকেবি/এমএমজেড