ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরি বোর্ডের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
কারিগরি বোর্ডের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত ফাইল ফটো

ঢাকা: ২০২২ সালের এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড-২১৮১১) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত বিষয়ের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে এ পরীক্ষা স্থগিত করা হয় বলে বোর্ড সূত্রে জানা গেছে। রোববার (৬ নভেম্বর) বিকেলে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।