ঝালকাঠি: ২০২১ সালের মতো এবারও দাখিল পরীক্ষার ফলাফলে ‘এ প্লাস’ প্রাপ্তিতে সাফল্য অর্জন করেছে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা। এ বছরের পরীক্ষায় মাদরাসা বোর্ডের শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, আরবি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩৪২ ছাত্র। জিপিএ-৫ পেয়েছে ১৮৮ ছাত্র। পাসের হার শতভাগ।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বছর তাদের মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ৩৪২ ছাত্র অংশ নেয়। ১৪১ জিপিএ-৪ পেয়েছে। বাকিরাও ভালো ফলাফল করেছে।
বিজ্ঞান বিভাগ থেকে ১০২ জন অংশ নেয়। তাদের মধ্যে ৯০ জন জিপিএ-৫ পেয়েছে। সারা দেশের মাদরাসাগুলোর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্তিতে আমাদের প্রতিষ্ঠান প্রথম। সামগ্রিক বিষয়ে জিপিএ-৫ প্রাপ্তি ও ফলাফলের ভিত্তিতে দ্বিতীয়।
তিনি বলেন, দার্শনিক হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, ছাত্রদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ ফিডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা নেওয়া হয় আমাদের প্রতিষ্ঠানে। যে কারণে বরাবরের মতোই আমরা শীর্ষ স্থান অর্জন করি। ছাত্ররাও শতভাগ আগ্রহী, নিজেদের ও আমাদের আশা পূরণে তারা সর্বদা সচেষ্ট থাকে।
এ ছাড়া ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে এ বছর ২৭ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২১ উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দুজন। বাকি সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে এ বছর অংশ নেয় ২৪ জন। উত্তীর্ণ ১৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে একজন।
নওপাড়া দারুস সুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে ১৩ জন অংশগ্রহণ করে দশজন বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এমজে