ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডের ১৪৯ বিদ্যালয়ের ১০০ শতাংশ শিক্ষার্থী পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
বরিশাল বোর্ডের ১৪৯ বিদ্যালয়ের ১০০ শতাংশ শিক্ষার্থী পাস

বরিশাল: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৪৯টি বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০০ শতাংশ শিক্ষার্থীরা পাস করেছে।

সোমবার (২৮ নভেম্বর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বাংলানিউজকে জানান, বোর্ডের আওতাধীন এক হাজার ৪৬৪টি বিদ্যালয়ের মধ্যে ১৪৯টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ১০০ শতাংশ পাস করেছে। এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৪০টি, ভোলায় ৩৩টি, পিরোজপুরে ৩২টি,বরগুনায় ২০টি, ঝালকাঠিতে ১৩টি ও পটুয়াখালীতে ১১টি বিদ্যালয় রয়েছে।

তিনি জানান, বোর্ডের আওতায় ছয় জেলায় এক হাজার ২৯৮টি বিদ্যালয়ে ৫০ শতাংশের ওপরে এবং ১০০ শতাংশের নিচে পাস করেছে। আর ৫০ শতাংশের নিচে পাস করেছে ১৭টি বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।