ঢাকা: উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা তুলে দিতে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, কারিগরি শিক্ষার দ্বার সবার জন্য উন্মুক্ত করেছি।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ সহযোগিতা চান।
বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারছেন। ব্লেন্ডেড অ্যাডুকেশন সিস্টেমে কারিগরি শিক্ষায় বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে। এরই ধারবাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা তুলে দেওয়ার পক্ষে শিক্ষামন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এমআইএইচ/আরবি