ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালিহাতীর ১ ইউপিতে আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
কালিহাতীর ১ ইউপিতে আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা এবং পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যথাক্রমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোহরাব আলী ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী লিয়াকত আলী তালুকদার বিজয়ী হয়েছেন।  

বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম।

তিনি জানান, নৌকা প্রতীক নিয়ে ছোহরাব আলী পেয়েছেন তিন হাজার ৭৯৭ ভোট।

আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম শিকদার পেয়েছেন দুই হাজার ৮৭৫ ভোট।
 
এদিকে, পারখী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার পেয়েছেন তিন হাজার ৫৮৫ ভোট। নৌকা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার পেয়েছেন দুই হাজার ৮৪৪ ভোট।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।