ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাগেরহাটে চিঠি দিয়ে জেলা প্রশাসককে হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
বাগেরহাটে চিঠি দিয়ে জেলা প্রশাসককে হুমকি

বাগেরহাট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাসকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য বেনামে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জেলা প্রশাসক ও চিঠি পেলেও সাংবাদিকদের শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে অবহিত করা হয়। চিঠির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে অবহিত করেছেন জেলা প্রশাসক।

ডাকযোগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বর্তমান সময়ে আপনার সব কার্যকলাপ তৎপরতা আপত্তিকর ও পক্ষপাতদুষ্ট। আপনি কি প্রজাতন্ত্রের? আওয়ামী লীগ কর্মী? আপনারা হয়তো সব খবর রাখেন না। নির্বাচনের আগে ও পরে কিছু তো হবে। কেউ বসে নেই, তাই আপনার প্রতি অনুরোধ আপনি আগামী তিনদিনের মধ্যে শতভাগ নিরপেক্ষ হয়ে যান। হতে হবে। অন্যথায় অ্যাকশন। আপনার পরিবার-পরিজন, আত্মীয়-সজন। এবার কৌশল পরিবর্তন, যেখানেই পাওয়া যাবে সেখানেই আক্রান্ত করা হবে। এবার আপনারাই (ডিসি) টার্গেট, এবার আর ছাড় দেওয়া হবে না। ’

চিঠিতে আরও বলা হয়, ‘আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর হচ্ছে, আপনার অপরাধ দিনদিন ভারী হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে নিজেকে শতভাগ নিরপেক্ষ প্রমাণ করুন। অন্যথায় অ্যাকশন। ’

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, ‘ঠিকানাবিহীন একটি চিঠি ডাকযোগে আমার কাছে এসেছে। চিঠিটি হাতে লেখা তাতে আমাকে  হুমকি-ধমকি দেওয়া হয়েছে। চিঠিটি কেনো, কি উদ্দেশ্যে দিয়েছে, কোন রাজনৈতিক দল দিয়েছে, কিনা তা পুলিশ তদন্ত করে দেখবে। ’

তিনি আরও বলেন, ‘আমার মনোবল ভেঙে দেওয়ার জন্য চিঠিটি দেওয়া হয়ে থাকতে পারে। আগামী ৩০ ডিসেম্বর বাগেরহাটে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবো। ’

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।