ঢাকা: মেয়র পদে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া মারা যাওয়ায় চাঁদপুর পৌরসভার সব পদের নির্বাচন স্থগতি করলো নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল।
সোমবার (১৬ মার্চ) বিকেল ইসি উপ-সচিব মো. আতিয়ার রহমান এ নির্বাচন স্থগিতের প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়- নতুন তফসিল ঘোষণার পর মেয়র পদে অনান্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকবে।
তবে যাদের মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ হয়েছে, তাদের আর নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এছাড়া সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে যারা প্রার্থী ছিলেন, তারাই থাকবেন। নতুন করে এ দুই পদে আর কোনো মনোনয়নপত্র নেওয়া হবে না।
গত ১৩ মার্চ ভোর ৫টায় মেয়র পদে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুবরণ করলে ওইদিনই মেয়র পদে নির্বাচন স্থগিত করে ইসি। সোমবার পুরো নির্বাচনটি স্থগিত করা হলো।
শফিকুর রহমান ভূঁইয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
ইইউডি/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।