ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নীলফামারী সদরের ১১ ইউপির ৯টিতেই হার আ.লীগের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
নীলফামারী সদরের ১১ ইউপির ৯টিতেই হার আ.লীগের 

নীলফামারী: নীলফামারীর সদর উপজেলার ১১টি ইউপি নির্বাচনে ২টিতে নৌকা ও ৯টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।  

বৃহস্পতিবার শান্তিপূর্ণ নির্বাচন শেষে গভীর রাতে ওই ফলাফল ঘোষণা করা হয়।

এর মধ্যে নৌকা প্রতীকে গোড়গ্রাম ইউনিয়নে মাহবুব জর্জ ও সংগলশী ইউনিয়নে কাজী মোস্তাফিজার রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীচাপ ইউনিয়নে আমিনুর রহমান, পলাশবাড়ি ইউনিয়নে ইব্রাহিম তালুকদার, কচুকাটা ইউনিয়নে আব্দুর রউফ, রামনগর ইউনিয়নে ওবায়দুল হক, পঞ্চপুকুর ইউনিয়নে ওয়াহেদুল ইসলাম, সোনারায়

ইউনিয়নে নূরুল ইসলাম, চওড়া বড়গাছা ইউনিয়নে আবুল খায়ের বিটু, চড়াইখোলা ইউনিয়নে মাসুম রেজা এবং চাপড়া সরমজানি ইউনিয়নে জাহাঙ্গীর আলম লালন ফকির জয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বেসরকারিভারে ওই ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।