ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

নির্বাচন ও ইসি

তেঁতুলিয়ায় ৭ ইউনিয়নের ৫টিতে হেরেছে নৌকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
তেঁতুলিয়ায় ৭ ইউনিয়নের ৫টিতে হেরেছে নৌকা

পঞ্চগড়: দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সাত ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাুচত হয়েছেন নতুনসহ ৫ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন।

এদিকে উপজেলা প্রশাসন জানায়, উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ১ নম্বর বাংলাবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কুদরত-ই-খুদা মিলন (চশমা) প্রতীক নিয়ে ৬ হাজার ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী মাহবুর রহমান মিলন (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৩৮ ভোট।  

২ নম্বর তিরনই হাট ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন ৬ হাজার ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী দানিয়েলন হোসাইন (নৌকা) প্রতীক নিয়ে ৫ হাজার ২১২ ভোট পেয়েছেন।  

৩ নম্বর তেঁতুলিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মাসুদ করিম সিদ্দীকি (নৌকা) প্রতীক নিয়ে ৬ হাজার ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেন রঞ্জু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছে ৩ হাজার ৭৮৫ ভোট।  

৪ নম্বর শালবাহান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে ৭ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান (চশমা) প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৩ হাজার ৩১টি।  

৫ নম্বর বুড়াবুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তারেক হোসেন (চশমা) প্রতীক নিয়ে ৩ হাজার ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শেখ কামাল হোসেন (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছে ৩৩৪ ভোট।  

৬ নম্বর ভজনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মুসলিম উদ্দীন (আনারস) প্রতীক নিয়ে ৪ হাজার ৯৯৪ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী হারুনুর রশিদ লিটন (নৌকা) প্রতীক নিয়ে ১ হাজার ১৫৯ ভোট পেয়েছেন।  

৭ নম্বর দেবনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ছলেমান আলী (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩৯০ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ ডাবলু (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪০০ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন বাংলানিউজকে বলেন, তেঁতুলিয়া উপজেলার ৭ ইউনিয়নের সকল ভোট কেন্দ্রের ফলাফল পর্যবেক্ষণ করে বিজয়ী প্রার্থীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।