ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রদান করা হলো ‘ট্র্যাব অ্যাওয়ার্ড’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
প্রদান করা হলো ‘ট্র্যাব অ্যাওয়ার্ড’

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২৩ এপ্রিল সোমবার রাতে প্রদান করা হলো এইমওয়ে ট্র্যাব অ্যাওয়ার্ড ২০১১। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চলতি বছর ট্র্যাবের আজীবন সম্মাননা দেওয়া হয়েছে চলচ্চিত্রাভিনেত্রী আনোয়ারা এবং নাট্যাভিনেতা ড. ইনামুল হককে।



ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা সাংবাদিক পরিষদের মহাসচিব এন এ করিম বিদ্যুৎ চৌধুরী, এইমওয়ে কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ রানা, নীল সাগর এগ্রো ইন্ড্যাষ্টিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হারুন হাবীব ও আইসিএল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমান।

বঅনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর। সোহেল হায়দার চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে জনপ্রিয় তারকা শিল্পী ও কলাকুশলীরা উক্ত অনুষ্ঠানে পারফরমেন্স করেন। মিডিয়া পার্টনার এটিএন বাংলা পুরো অনুষ্ঠানটি ধারণ করে পরবর্তীতে প্রচারে জন্য।

শোবিজের বিভিন্ন শাখায় ২০১১ সালে অনবদ্য পারফর্মেন্সের জন্য ট্র্যাব অ্যাওয়ার্ড পেয়েছেন:

চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ইমন (গার্মেন্টস কন্যা), শ্রেষ্ঠ অভিনেত্রী পপি (গার্মেন্টস কন্যা)।

বিজ্ঞাপনে শ্রেষ্ঠ বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদ (তালুকদার প্লাস্টিক), শ্রেষ্ঠ মডেল ইমন (ওয়ালটন), শম্পা হাসনাইন (বোটানিক এরোমা)।

শ্রেষ্ঠ নাট্য পরিচালক এজাজ মুন্না (মীরা), শ্রেষ্ঠ নাট্যকার কায়েস চৌধুরী (নিকেষ), শ্রেষ্ঠ অভিনেতা মাহফুজ (জলতরঙ্গ), শ্রেষ্ঠ অভিনেত্রী সারিকা (ভালোবাসা ভালোবাসি)।

শ্রেষ্ঠ ধারাবাহিক পরিচালক সালাউদ্দিন লাভলু (কথার দিগন্ত), নাট্যকার বৃন্দাবন দাস (কথার দিগন্ত), শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী (কথার দিগন্ত), শ্রেষ্ঠ অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা (নিকামালের বায়োস্কোপ)।

শ্রেষ্ঠ অডিও অ্যালবাম ছোঁয়া, শ্রেষ্ঠ গায়ক হৃদয় খান (ছোঁয়া), শ্রেষ্ঠ গায়িকা কনা (সিম্পলি কনা), শ্রেষ্ঠ সংগীত পরিচালক প্লাবন কোরেশী (প্রাণ কোকিলা)।

বাংলাদেশ সময় : ২৩৪০, এপ্রিল ২৪, ২০১২

সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।